চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো কয়েক সপ্তাহ থেকেই ভি ১৭ প্রো এর টিজার সামনে আনছিল। এই ফোনের সবচেয়ে বড় ইউএসপি হল ক্যামেরা। ভিভো ভি ১৭ প্রো হলো বিশ্বের প্রথম ফোন যেখানে ডুয়েল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনের পিছনে আছে চারটি ক্যামেরা। আসুন ভিভো ভি১৭ প্রো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
এই ফোনে কোন মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে না। ফোনটি আগামী ২৭ শে সেপ্টেম্বর থেকে ইকমার্স সাইট ফ্লিপকার্টে বিক্রি হবে। এই ফোনের সাথে এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা ১০ % ডিসকাউন্ট পাবে।
এই ফোনে সব মিলিয়ে ছটি ক্যামেরা আছে। যার মধ্যে দুটি হল পপ-আপ সেলফি ক্যামেরা। যার প্রাইমারি সেলফি ক্যামেরা হল ১০৫ ডিগ্রি সুপার ওয়াইড এঙ্গেলের সাথে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা ও আবার সেকেন্ডারি সেলফি ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরায় নাইট মোড সেলফি ফিচার দেওয়া হয়েছে।
আগেই বলেছি ফোনের পিছনে চারটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল লেন্স, ২এক্স টেলিফোটো লেন্সের সাথে ১৩ মেগাপিক্সেল সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
এছাড়াও ভিভো ভি ১৭ প্রো ফোনে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার রেজ্যুলেশন ১০৮০ × ২৪৪০ পিক্সেল এবং আসপেক্ট ২০:৯। আবার ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯১.৬৫ শতাংশ । ভিভো ভি ১৭ প্রো ফোনের পিছনে কর্নিং গরিলা গ্লাস ৬ প্রটেকশন দেওয়া আছে। এই ফোনের অন্যান্য ফিচারের কথা বললে এতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ ও ৪,১০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড Funtouch 9 OS ।