অনেকদিন ধরেই আমরা ফোল্ডিং ফোনের কথা কেবল শুনে গেছি, কিন্তু এবার সেই ফোন চলেও এলো। এইবছর ফেব্রুয়ারিতে স্যামসাং প্রথম গ্যালাক্সি ফোল্ড সামনে আনে। এরপর গত এপ্রিলে ফোনটিকে আমেরিকায় লঞ্চ করা হয়। যদিও ফোনের ডিজাইনে বেশকিছু সমস্যা দেখা দেওয়ায় কোম্পানি আর এই ফোনটিকে অন্যদেশে লঞ্চ করেনি।
তবে কোম্পানির ইঞ্জিনিয়ার দ্রুত সেই সমস্যা সমাধান করে গ্যালাক্সি ফোল্ডকে ভারত সহ অন্যদেশে লঞ্চ করার উপযুক্ত করে তোলে।
এই ফোনে ৭.৩ ইঞ্চি ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে দেওয়া হবে যার ৪.২:৩। ফোনটিকে ফোল্ড করার পর ৪.৬ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে,যার আসপেক্ট রেশিও ২১:৯। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকবে। ফলে এই ফোনে ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করবে। ফোনটিতে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।
এই ফোনে অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই। ক্যামেরার কথা বললে ফোনটির ভিতর দিকে এফ/২.২ অ্যাপারচারের সাথে ১০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে এছাড়াও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে পাবেন এফ/২.২ অ্যাপারচারের সাথে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এছাড়াও ফোনের বাইরের ডিসপ্লে বা বড়ো ডিসপ্লের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। যেখানে থাকবে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচারের সাথে ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ও এফ/২.৪ অ্যাপারচারের সাথে ১২ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।এই ফোনে পাবেন ৪৮৩০ এমএএইচ ব্যাটারি।