পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান গ্লোবাল ফাউন্ড্রির বিরুদ্ধে পাল্টা মামলা করেছে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, জার্মানি ও সিঙ্গাপুরে ২৫টি পেটেন্ট লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে টিএসএমসি। খবর রয়টার্স।
গত সোমবার দায়েরকৃত মামলায় গ্লোবাল ফাউন্ড্রি পেটেন্ট লঙ্ঘন করে যেসব চিপ তৈরি করছে, সেগুলোর উৎপাদন ও বিক্রি বন্ধে ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় টিএসএমসি।
বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি। তাইওয়ানের এ প্রতিষ্ঠানটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান চিপ সরবরাহকারী। মামলায় তারা গ্লোবাল ফাউন্ড্রির কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করেছে।
মাসখানেক আগে ১৬টি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে টিএসএমসির বিরুদ্ধে মামলা করেছিল গ্লোবাল ফাউন্ড্রি।