কোনো মোবাইল নম্বর থেকে মিসডকল কিংবা থ্রেড কল পেয়ে আমরা বেশির ভাগ সময় সাথে সাথে নম্বরটা ব্লক করে দেই। মনে করি ব্লক করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে তা না।এ কারণেই অপরাধীরা অপরাধ করেও রয়ে যাচ্ছেন ধরা-ছোঁয়ার বাইরে।এসব অপরাধীর মোবাইল নম্বরের তথ্য বের করার রয়েছে কিছু প্রযুক্তি কৌশল। তাহলে এখন জেনে নেয়া যাক কী সেই প্রযুক্তি কৌশল?
ওপেন সোর্স ইন্টিলিজেন্সের মাধ্যমে যে কেউ অপরাধীর মোবাইল নম্বরের তথ্য খুঁজে বের করতে পারবেন। এর জন্য যেতে হবে দুটি ধাপে।
প্রথম ধাপ : প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগ অন করে গুগল প্লে স্টোর থেকে ‘ট্রু কলার’ নামে অ্যাপটি ডাউনলোড করে অপরাধীর নম্বরটা লিখলে উনার নাম পাওয়া যাবে।
আমাদের অনেকেরই ধারণা ট্রু কলার ভালোভাবে কাজ করে না। ধারণাটা পুরো সঠিক না। ফোনে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলে কোনো অপরিচিত নম্বর থেকে কল আসলে তার তথ্যাবলী পাওয়া যায় না।ট্রু কলার ছাড়াও প্লে স্টোরে ‘আইকন’ নামে আরও একটি কার্যকরী অ্যাপ আছে। কেউ চাইলে সেটাও ব্যবহার করে দেখতে পারেন।
দ্বিতীয় ধাপ : নম্বরটি ফেসবুক মেসেঞ্জারে সার্চ করে আপনি কিন্তু তার প্রোফাইল লিঙ্কটাও পেয়ে যেতে পারেন। যদিও ফেসবুক নম্বর দিয়ে সার্চ করার অপশনটি বন্ধ করে দিয়েছে। নম্বরটি দিয়ে ফেসবুক মেসেঞ্জারে সার্চ করলে সেই নম্বরে কোনো ফেসবুক আইডি থাকলে সাথে সাথে পাওয়া যাবে (শতকরা ৯৫ শতাংশ নম্বরের ক্ষেত্রে ফেসবুক আইডি পাওয়া যায়)।ছবিতে লাল অংশে অপরাধীর মোবাইল নম্বরটি লিখলেই ওই নম্বরের সঙ্গে যুক্ত থাকা ফেসবুক আইডিটি পাওয়া যেতে পারে।