দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ”।
রোববার নগদ এর সহকারী ব্যবস্থাপক (কমার্শিয়াল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) লিংকন মো: লুৎফরজামান সরকার এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে নগদ-এর সকল গ্রাহক যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট করতে পারবেন। অর্থাৎ প্রতি হাজারে নগদ এর ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা।
এ ছাড়া নগদ গ্রাহক প্রতি১০০০ টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে ৫ টাকা (০.৫%)ক্যাশ-ব্যাক পাবেন।ক্যাশ ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
নতুন গ্রাহকেরা নগদ-এ সফল নিবন্ধনের মাধ্যমে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউটচার্জ উপভোগ করতে পারবেন। যে কেউ নগদ অ্যাপের মাধ্যমে নিজে অথবা নগদ উদ্যোক্তার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।উপরোক্ত দুই ক্ষেত্রেই গ্রাহকের জন্য সফল রেজিস্ট্রেশনে (নিবন্ধনে)থাকছে ২৫ টাকা পাওয়ার সুযোগ।মূল্য ও অন্যান্য শর্তাবলীর বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। এই অফার গুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।