দৈনন্দিন জীবনে সবার সাথে কানেকটেড থাকার জন্য ম্যাসেজিং অ্যাপ ছাড়া যেন আমাদের এক দিনও চলে না। সামাজিক যোগাযোগ সাইটে বন্ধু তালিকাতে অনেক বন্ধু থাকলেও সকলে ঘনিষ্ঠ না হওয়ায় প্রতিদিনের নানা তথ্য সবার সঙ্গে শেয়ার করা হয় না। আবার নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা আলাদাভাবে শেয়ার করাটাও খুব ঝামেলার।
তাইতো ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বেশি বেশি তথ্য শেয়ার করার জন্য ইনস্টাগ্রাম নতুন ম্যাসেজিং অ্যাপ ‘থ্রেডস’ নিয়ে এসেছে। এই অ্যাপটি নির্দিষ্ট ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থান, কাজের ধরন ও গন্তব্যের হালনাগাদ তথ্য পাঠাবে। এমনকি নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে যাওয়ার তথ্যও জানাবে।
শুধু এখানেই শেষ নয়। স্মার্টফোনের সেলফি ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও করলে সেগুলোও স্বয়ংক্রিয়ভাবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে শেয়ার করবে এই অ্যাপ। এর জন্য আগেই একটি ঘনিষ্ঠ বন্ধুদের তালিকা তৈরি করতে হবে।