মার্কিন জায়ান্ট মাইক্রোসফট ২০২২ সালের মধ্যে এয়ারব্যান্ড ইনিশিয়েটিভের মাধ্যমে চার কোটি মানুষকে ইন্টারনেট সেবা দিতে চায়। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে ইন্টারনেট সেবা দেয়ারর কাজটি শুরু করেছিল প্রতিষ্ঠানটি।
লাতিন আমেরিকা এবং আফ্রিকান সাব সাহারান অঞ্চলের যেসব মানুষ ইন্টারনেট সেবা পায় না সেসব এলাকায় এই কার্যকর করা হবে। এরইমধ্যে সেগুলোর রেগুলেটরদের সঙ্গে কথা বলে কাজও শুরু করেছে মাইক্রোসফট।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের টেকনোলজি অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের প্রধান শেলি ম্যাককেনি লিখেছেন, আগামী তিন বছরে চার কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় সেবা দেয়ার পদক্ষেপটিকে ছোট মনে হলেও এটি সত্যি খুব কঠিন ব্যাপার। এই কানেক্টিভিটির মাধ্যমে তাদের সবধরনের সেবাগুলো নিশ্চিত করা হবে।
এছাড়া তিনি আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ৩০ লাখ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে। তথ্যসূত্র- দ্য ভার্জ