কয়েক সপ্তাহ আগে স্যামসাং বাজারে এনেছে গ্যালাক্সি নোট ১০ প্লাসের সাশ্রয়ী সংস্করণ। প্রতিষ্ঠানটি এবার আরো কম দামে নোট ১০ দিতে চায় গ্রাহকদের। নতুন সংস্করণটির নাম হবে ‘গ্যালাক্সি নোট ১০ লাইট’।
কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন আনার আগেই বাজারে আনবে নোট ১০ লাইট। ফোনটি লাল ও কালো রঙের পাওয়া যাবে। এছাড়া এতে থাকবে এস পেন।
তাছাড়া গ্যালাক্সি নোট ১০ প্লাস ও নোট ১০ এর চেয়ে ফোনটি কতটুকু কম শক্তিশালী হবে তা এখনো জানা যায়নি। গ্যালাক্সির নোট ১০ প্লাসের চেয়ে নোট ১০ এ ক্যামেরার মেগাপিক্সেল কম, ডিসপ্লে আকার ছোট, ব্যাটারিও কম শক্তিশালী। তাই ধারণা করা হচ্ছে, নোট ১০ লাইটে কম শক্তির ব্যাটারি ও ক্যামেরা দেয়া হবে। প্রসেসরও কম শক্তিশালী হতে পারে।
গ্যালাক্সি নোট ১০ প্লাসের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১০৯৯ ডলার। গ্যালাক্সি নোট ১০ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৯৪৯ ডলার। এই অনুযায়ী গ্যালাক্সি নোট ১০ লাইটের দাম হতে পারে ৯০০ ডলারের কম। তথ্যসূত্র- গ্যাজেটস নাউ