সাপ্লাইয়ার কোম্পানির উপর মডেমের জন্য নির্ভরশীল না থাকার লক্ষ্যে ২০২২ সালের মধ্যে নিজেরাই ফাইভজি মডেম সম্বলিত স্মার্টফোন বাজারে আনবে অ্যাপল।
বছরের শুরুতেই ফাইভজি মডেম তৈরির জন্য অ্যাপল ইন্টেলের মডেম ব্যবসা কিনে নেয়। এর আগে ২০১৭ সালে অ্যাপল কোয়ালকমের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসিন তারজিওগলুকে নিয়োগ প্রদান করে।
জানা গেছে, ২০২২ সালের অ্যাপলের ফোনগুলোতে প্রসেসর আর মডেম ভিন্ন থাকবে এবং চার্জ কম ক্ষয়ের জন্য ফাইভজি মডেম যুক্ত করতে চাচ্ছে অ্যাপল। এ দিকে প্রসেসর ও ফাইভজি মডেম সম্বলিত চিপের দেখা মিলতে পারে ২০২৩ সালে।
তবে, আইফোনে ফাইভজি মডেমের দেখা মিলবে ২০২০ সালেই। কোয়ালকম তৈরি করবে এটি এবং আগামী বছরই তাদের ফাইভজি মডেমসহ ৩টি আইফোন উন্মোচন করবে অ্যাপল।ফাইভজি মডেম নিয়ে আসছে অ্যাপল