পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম এমআইইউআই ১২ ভার্সনের কাজ শুরু হয়েছে শাওমি । কিছুদিন আগেই অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ঘোষণা দিয়েছে গুগল। এরপর নিজেদের কাস্টম হিসিবে এমআইইউআই ১১ উন্মোচন করেছে শাওমি। ইতোমধ্যে কাস্টমাইজ সংস্করণটি পেতে শুরু করেছে শাওমির বেশ কিছু ফোন।
চীনা প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা তাদের এমআইইউআই ১২ কাস্টমাইজ অপারেটিং সিস্টেম আনবে সামনের বছরেই।
প্রতিষ্ঠানটির প্রোডাক্ট জেনারেল ম্যানেজার ও পাবলিক রিলেশন অফিসার জু ইউইয়াং এক পোস্টে জানিয়েছেন, শাওমি ইতিমধ্যে তার উত্তরসূরি এমআইইউআই ১২ নিয়ে কাজ শুরু করেছে। আগের সংস্করণগুলোর ধারাবাহিকতায় নতুন সংস্করণে অনেক সুবিধা থাকবে বলে জানান তিনি।
আসন্ন এমআইইউআই ১২ অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পরে এর ডিভেলপমেন্ট সম্পর্কে জানাবে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি চালু হওয়া এমআইইউআই ১১১ হ’ল শাওমির একটি বড় আপডেট যা জনপ্রিয় কাস্টম অপারেটিং সিস্টেমেকে অনেক কিছু বদলে দেয়। এসেছে অনেক নতুন সব ফিচার। অডিও এক্সপেরিয়েন্স এবং অ্যালার্মে অনেক পরিবর্তন আনা হয়েছে বলেও জানিয়েছে শাওমি। নতুন সংস্করণে পাওয়ার সেভিংস মোড দেওয়া হয়েছে।