ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি আপলোড ছাড়াও ফোনের ব্যবহার বিস্তৃত। বিশেষ করে বর্তমানে অফিসের নানা কাজও কম্পিউটারের বদলে মোবাইলে সারতে হয় বলে মোবাইল ফোন কেনার সময় খতিয়ে দেখতে হয় অনেক কিছুই।
শুধুই ভাল ক্যামেরা বা দারুণ একটা মডেলই শেষ কথা নয়। তাই ফোন কেনার সময় অবশ্যই খেয়াল রাখুন এর র্যাম ও রমের বিষয়টিও।
তবে শুধু দেখে বেছে কিনলেই কাজ শেষ এমন নয়। মোবাইলের যত্ন নিতে গিয়ে পছন্দসই কোনো কভার লাগানো বা ফোনের উপরে গ্লাস মেরে রাখাই শেষ কথা নয়। ফোনের ক্ষতি হতে পারে আরো নানা কারণে। তাই জেনে নিন মোবাইল ফোন দীর্ঘ দিন ভালো থাকার পদ্ধতি।
ফোন কেনার পরে আপনার প্রথম কাজই হবে ফোনে ভাল মানের গ্লাস স্ক্রিন গার্ড ও ফোন কেস লাগানো। এতে স্ক্রিনের ক্ষতি হবে না। ধাক্কাধাক্কিতে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।
১০০ শতাংশ চার্জ হওয়ার আগে ফোন ব্যবহার করার অভ্যাস ছাড়ুন। তাতে ফোনের ব্যাটারির কর্মক্ষমতাও যেমন বাড়বে, তেমনই বাইরে যত খুশি ব্যবহারও করতে পারবেন।
তাড়াতাড়ি কিনে ফেলুন একটা রবারের ফোন হোল্ডার। এতে ফোন সহজে আপনার গ্রিপ থেকে আলগা হয়ে যাবে না।
ফোনে ডাউনলোড করুন অ্যান্টি থেফট সফটওয়্যার। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও অনায়াসে পেয়ে যাবেন তার হদিশ।
ইনসিওরেন্স করে রাখুন নতুন ফোনের। সঙ্গে রাখুন নরম কাপড়। চেষ্টা করুন সব সময় ফোন শুকনো ও পরিস্কার রাখতে। এতে ফোনের ডিভাইসের আয়ু বাড়ে। ভিজে গেলে তাড়াতাড়ি ব্যাটারি খুলে নিয়ে শুকিয়ে নিন হাওয়ায়। বাড়ির চালের কৌটতে রেখে দিলে বা চড়া রোদে ফোনের ব্যাটারি রাখলেও শুকোতে সুবিধা হবে।
যতই ছবি তুলুন না কেন, চেষ্টা করুন ছবি কম্পিউটার অথবা অন্য কোথাও ছবি স্থানান্তরিত করার। ফোনের মেমোরিতে অযথা চাপ সৃষ্টি করবেন না। এতে ফোন কাজ করবে আরো দ্রুত।
সেলফিস্টিক ব্যবহারের সময় তার গ্রিপ নিয়ে সতর্ক থাকুন। কোনো ভাবেই যেন ফোন থেকে তা আলগা না হয়ে যায়।
ইনসিওরেন্স করে রাখুন নতুন ফোনের। দামি ফোন হলে তো কথাই নেই! ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সোজা চলে যান ইনসিওরেন্স কোম্পানির কাছে। নতুন ফোন কেনার টাকার বেশির ভাগটাই মিলবে এই ইনসিওরেন্স থেকে।