নিরাপত্তা কারণে নিয়মিতই স্মার্টফোন বদলে থাকেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর তার ব্যবহৃত আগের ডিভাইসগুলো নষ্ট করে ফেলা হয়, সম্প্রতি এমনটাই উঠে এসেছে আদালতের এক নথিতে।
১৪ অক্টোবরের এক নথির উল্লেখ করে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, “নিরাপত্তার জন্য মাস্ক নিয়মিত তার সেলুলার ডিভাইস পরিবর্তন করেন, সে সময় তার পুরানো ডিভাইসগুলোর সব ডেটা মুছে ফেলার পর সেগুলো মজুদ বা নষ্ট করে ফেলা হয়।”
আগের বছর ব্রিটিশ সাঁতারু ভারনন আনওর্থকে “পেডো গাই” বলে একটি টুইট করেছিলেন টেসলা প্রধান। পরে তার বিরুদ্ধে মামলা করেন ভারনন। ওই মামলারই এক নথিতে মাস্কের স্মার্টফোন বদলানোর বিষয়টি উঠে এসেছে।
থাইল্যান্ডের সুড়ঙ্গে আটকা পড়া ফুটবল দলকে উদ্ধারে ছোট সাবমেরিন ব্যবহারের প্রস্তাব করেছিলেন মাস্ক। কিন্তু পরে তার পরিকল্পনা নেওয়া হয়নি। সে সময়ই ভারননকে উদ্দেশ্য করে ওই টুইট করেছিলেন তিনি।
পরবর্তীতে ভারননের কাছে ক্ষমা চেয়ে টুইটটি মুছে ফেলেন মাস্ক।
বিজনেস ইনসাইডারকে মাস্কের আইনজীবী অ্যালেক্স স্প্রিও বলেন, “মাস্ক ফোন আপডেট করেন (অন্যান্য অনেক মানুষের মতোই) এবং কিছু কিছু সময় নিরাপত্তা ও সংবেদনশীল ডেটার সুরক্ষায় তাকে ফোন বদলাতে হয়।”