বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেটের জন্য গত কয়েক বছর ধরে বেশ সক্রিয় গুগল। এই জন্য বছর দুই আগে শুরু হয়েছিল প্রজেক্ট ট্রেবল। মার্কিন টেক কোম্পানিটি জানিয়েছে অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের তুলনায় অনেক বেশি ভার্সানে পৌঁছেছে অ্যান্ড্রয়েড ৯ পাই। এবার জনপ্রিয় কোম্পানিগুলির স্মার্টফোনে জলদি অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাঠাতে উদ্যোগী হয়েছে গুগল। স্যামসাং, অপো, মটোরোলা, এলজি সহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনে চলতি বছরের শেষে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌঁছে যাবে।
এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে অ্যান্ড্রয়েড ১০ যেদিন লঞ্চ হয়েছিল সেই দিন থেকে এই আপডেট পাঠানো শুরু করেছে Essential আর শাওমি। এছাড়াও অ্যান্ড্রয়েড ১০ ওপেন বিটা প্রোগ্রাম শুরু করে দিয়েছিল ওয়ানপ্লাস। ইতিমধ্যেই ওয়ানপ্লাস ৭সিরিজ আর ওয়ানপ্লাস সিরিজ ফোনে অ্যান্ড্রয়েড ১০ পৌঁছে গিয়েছে। চলতি বছরের শেষে অসুস,এলজি, অপো, রিয়েলমি, স্যামসাং, সনি, ট্রেনশন আর ভিভো ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌঁছে যাবে।
এছাড়াও গুগল জানিয়েছে গত বছরের তুলনায় এই বছর অ্যান্ড্রয়েড আপডেটের ব্যাপারে বেশি তৎপরতা দেখিয়েছে স্যামসাং। চলতি বছর ১২ অক্টোবর অ্যান্ড্রয়েড ১০ বিটা আপডেট পাঠাতে শুরু করেছিল স্যামসাং। গত বছর ১৫ নভেম্বর অ্যান্ড্রয়েড ৯ পাই বিটা আপডেট পাঠানো শুরু করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
গুগল জানিয়েছে গত বছর Project Treble এর অধীনে ৭ টা কোম্পানির ৭ টা স্মার্টফোন মডেলে অ্যান্ড্রয়েড ৯ পাই বিটা আপডেট পৌঁছেছিল। চলতি বছর ১২ টা কোম্পানির ১৮ টা স্মার্টফোন মডেলে এই প্রোজেক্টের অধীনে অ্যান্ড্রয়েড ১০ বিটা আপডেট পৌঁছাবে। Project Treble এর এই সাফল্যে কোম্পানি সন্তোষ প্রকাশ করেছে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম লঞ্চ করেছিল গুগল। চলতি বছর মে মাসে প্রকাশিত এক রিপোর্টে গুগল জানিয়েছিল মোট অ্যান্ড্রয়েড ফোনের ১০.৪ শতাংশে অ্যান্ড্রয়েড ৯ পাই ভার্সান চলে। ২৮.৩ শতাংশ ফোনে চলে অ্যান্ড্রয়েড ওরিও। পরে অগাস্ট মাসে প্রকাশিত রিপোর্টে ২২.৬৩ শতাংশ ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই চলার খবর জানিয়েছিল গুগল।