প্রতিনিয়ত কোটি কোটি মানুষের প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নিয়ে উত্তর দিতে হয় গুগল অনুসন্ধান বা সার্চকে। অনুসন্ধানকৃত প্রশ্নের সংশ্লিষ্ট উত্তর আরও সঠিকভাবে খুঁজে আনার জন্য গুগল নিউরাল নেটওয়ার্কিং পদ্ধতি ব্যবহার করে অ্যালগরিদমে পরিবর্তন আনছে।
এই আপডেটটি মেশিন লার্নিংভিত্তিক ভাষা শনাক্তকরণের কৌশলের মাধ্যমে আনা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘বিডাইরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশনস ফ্রম ট্রান্সফরমেশনস’ (বিইআরটি)। ধারাবাহিকভাবে প্রতিটি শব্দের সমন্বয়ে বিইআরটি অনুসন্ধানের ফল দেখাবে।
আপডেটের ফলে ১০টি অনুসন্ধান ফলাফলের মাঝে অন্তত একটি অবশ্যই প্রাসঙ্গিক হবে এবং কিওয়ার্ডের বদলে লম্বা প্রশ্ন করলেও সঠিক উত্তর প্রকাশ করবে গুগল। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় আপডেটটি প্রকাশ করলেও পরবর্তীকালে সকল ভাষায় এই সুবিধাটি পাওয়া যাবে।