ফেসবুক, ইনস্টাগ্রামের লেখা, ছবির পাশাপাশি ইমোজির ব্যবহারও বেশ প্রচলিত। কিন্তু এই ইমোজিগুলো ব্যবহারের ক্ষেত্রেই এবার উদ্যোগী হলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম।
বেগুন আর পিচ ফলের ইমোজির ব্যবহার হচ্ছে মূলত যৌনাঙ্গ বোঝাতে। বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যবহার হচ্ছে অশ্লীল ইঙ্গিত করতে। সেই কারণেই এবার ওই দুটি ও পানির ফোঁটা পড়ার ইমোজি নিষিদ্ধ করল ফেসবুক ও ইনস্টাগ্রাম।
কমিউনিটি স্ট্যান্ডার্ড-এর নতুন নিয়মের ১৬ নম্বর ধারায় ‘সেক্সুয়াল সলিসিকেশন’ হিসেবেই এগুলোকে ধরা হচ্ছে। ইনস্টাগ্রাম অবশ্য অনেক আগেই বেগুনকে তাদের ইমোজি তালিকা থেকে বাদ দিয়েছে।
নতুন নির্দেশিকাতে বলা হয়েছে, যে নিষিদ্ধ ইমোজিগুলোতে যৌন ক্রিয়াকলাপের বার্তা স্পষ্ট করতে ব্যবহার করা যেতে পারে এবং শরীরের গোপনাঙ্গের প্রতীকী হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তা তুলে নেবে ফেসবুক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত ইমোজিগুলোর অর্থ নিয়ে আলোচনা শুরু হয়। নতুন শর্তাবলি তৈরি হয়। সেপ্টেম্বর থেকে যা কার্যকর করা হয়েছে। ‘যৌন আবেদন’ রোধ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে হোয়াটসঅ্যাপে গির্জা, মসজিদ, কাবা, শাওলিন এর ইমোজি পাওয়া গেলেও নেই মন্দির ইমোজি। যা নিয়ে সরব হয়েছেন অনেকে। ইন্সটাগ্রামে গোপনাঙ্গের ইমোজি নিষিদ্ধ!