ফ্রিল্যান্সারদের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসে সার্টিফিকেট দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেরসকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
এতে তাদের উপার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে ব্যাংকের মাধ্যমে হয়রানি বন্ধ হবে বলে জানান তিনি।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনার: চ্যালেঞ্জ ও প্রসপেক্টস’ বিষয়ক এ সেমিনারের আয়োজন করে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ওয়েব।
এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিসিক ও ইইউ প্রতিনিধিরা।
বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের নিয়ে নানা উদ্যোগ নেয়া হলেও মাঠ পর্যায়ে বাস্তবতা অনেক কঠিন।
এজন্য মার্কেট চেইন তৈরির দাবি জানান অংশগ্রহণকারীরা।