চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে আট লাখ ৩২ হাজার নতুন সিম মুঠোফোন নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে যুক্ত হয়েছে। সেই তুলনায় ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হার তেমন বাড়েনি। এ মাসে ইন্টারনেট সংযোগ মাত্র দুই লাখ ৯৩ হাজার বেড়েছে।
সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ একটা হিসাব প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সব মিলিয়ে জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দেশে ১৬ লাখ ৪৩ হাজার মোবাইল সংযোগ যুক্ত হয়েছে। অথচ ঠিক এর আগের প্রান্তিকে ১৯ লাখ ৯২ হাজার সংযোগ বেড়েছিল।
আর এ বছরের প্রথম প্রান্তিকে মোবাইল সংযোগ ২৭ লাখ ৯১ হাজার বেড়েছিল। এছাড়া প্রথম প্রান্তিকে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে মোটেও ভালো ছিল না। জানুয়ারি-মার্চ ওই তিন মাসে দেশে ১৭ লাখ ৫৪ হাজার সংযোগ বেড়েছিল।
কার্যকর ইন্টারনেট সংযোগের দিক দিয়ে হিসাব করতে গেলে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে সব মিলিয়ে ২২ লাখ ৩০ হাজার নতুন সংযোগ বৃদ্ধি পেয়েছে। আর সেখানে দ্বিতীয় প্রান্তিকে ৩০ লাখ ৯৭ হাজার সংযোগ বৃদ্ধি পেয়েছিল।
সেপ্টেম্বর মাস শেষে দেখা যাচ্ছে, সর্বমোট নয় কোটি ৮৪ লাখ ২৯ হাজার। যার মধ্যে নয় কোটি ২৬ লাখ ৫৩ হাজার মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত আছে। আর ৫৭ লাখ ৩৭ হাজার ব্রডব্যান্ডের মাধ্যমে সংযুক্ত আছে। ওয়াইম্যাক্স সংযোগ ৪০ হাজার।
অন্যদিকে, কার্যকর সিমের হিসেবে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্কে সেপ্টেম্বর মাস শেষে সাত কোটি ৫৭ লাখ ১৭ হাজারে পৌঁছেছে। দ্বিতীয় অবস্থানে থাকা রবির সংযোগ চার কোটি ৮১ লাখ ৯৪ হাজার। তৃতীয় অবস্থানে থাকা বাংলালিংকের সংযোগ তিন কোটি ৪৯ লাখ ৭৬ হাজার। আর চতুর্থ অবস্থানে থাকা সরকারি মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের দখলে ৪৫ লাখ ২৭ হাজার কার্যকর সংযোগ আছে।