সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছিল অনার ৯এক্স। চীনের বাইরে হুয়াওয়ে ওয়াই৯এস নামে উন্মোচন হল এই স্মার্টফোন। ইতিমধ্যেই হুয়াওয়ে অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। যদিও কবে এই ফোন উন্মোচন হবে জানা যায়নি। হুয়াওয়ে ওয়াই৯এস ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা আর গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ ক্যামেরা।
অনার ৯এক্স এর সাথে নতুন হুয়াওয়ে ওয়াই৯এস ফোনে স্পেসিফিকেশনে অনেক মিল রয়েছে। হুয়াওয়ে ওয়াই৯এস ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ইএমইউআই ৯.১ স্কিন। এই ফোনে রয়েছে একটি ৬.৫৯ ইঞ্চি এফএইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লে। এই ফোনে রয়েছে কিরিন ৭১০এফ চিপসেট। সাথে থাকছে ৬জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজ।
হুয়াওয়ে ওয়াই৯এস ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য হুয়াওয়ে ওয়াই৯এস ফোনে একটি ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা থাকছে।
হুয়াওয়ে ওয়াই৯এস ফোনের ভিতরে ৪,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। কোম্পানির দাবি এই ফোনে টানা ৪০ ঘণ্টা ফোনে কথা বলা যাবে। এছাড়াও ৯ ঘণ্টা মিউজিক প্লে ব্যাক আর ৮০ ঘণ্টা ভিডিও প্লে ব্যাক সাপোর্ট থাকছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে ব্লুটুথ ৪.২, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ইউএসবি টাইপ-সি, জিপিএস/এ-জিপিএস, গ্লোনাস। দুটি রঙে পাওয়া যাবে নতুন হুয়াওয়ে ওয়াই৯এস। নতুন এই স্মার্টফোনের আয়তন ১৬৩.১x৭৭.২x৮.৮মিমি। আর ওজন ২০৬ গ্রাম।