স্মার্টফোন ফেটে যাওয়া বা আগুন ধরে যাওয়া আমাদের কাছে নতুন ঘটনা নয়। সম্প্রতি উড়িষ্যার এক যুবকের মৃত্য হলো স্মার্টফোন ব্লাস্ট করে। ওই যুবক তার স্মার্টফোনকে বেডের উপর চার্জে বসিয়ে ঘুমাচ্ছিলো। আচমকাই সেই স্মার্টফোন ফেটে যায় এবং যুবককে আঘাত করে। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। যদিও জানা যায়নি যুবক কি স্মার্টফোন ব্যবহার করতো এবং আসল চার্জার দিয়ে চার্জ করতো কিনা।
আগেও ঘটেছে এই ঘটনা :
ফোন ফেটে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগেই শাওমির জনপ্রিয় স্মার্টফোন Redmi 6A ও পকেটে রাখা অবস্থায় আগুন ধরে ফেটে গিয়েছিলো। এছাড়াও কিছুমাস আগে ওয়ানপ্লাস ওয়ান ফেটে যাওয়ার ঘটনা সামনে আসে। যদিও ওয়ানপ্লাস ওয়ান ফেটে যাওয়ার ঘটনা কিছুটা বিস্ময়কর, কারণ ফোনটি বন্ধ অবস্থায় এই ঘটনা ঘটে। এমনকি তখন ফোনটি চার্জেও লাগানো ছিলোনা।
কিভাবে এড়াবেন এই ধরণের ঘটনা :
ওরিজিনাল চার্জার থেকে চার্জ করুন :
আমরা অনেক সময় পয়সা বাঁচানোর জন্য কমদামি চার্জার কিনে থাকি। আর এখানেই হয় সমস্যার সূত্রপাত। কমদামি চার্জার আপনার ফোনের চাহিদা মতো ভোল্টেজ সরবরাহ করতে পারেনা। এই কারণে ব্লাস্ট হতে পারে আপনার ফোন।
চার্জে দিয়ে ফোনে কথা বলবেন না :
ফোনকে চার্জে রেখে কখনোই কথা বলা উচিত নয়। চার্জে দিলে এমনিতেই আমাদের ফোন হিট হয়,সেইসময় কথা বললে এই হিট আরো বেড়ে যায়।
ফোন বন্ধ রেখে চার্জে বসান :
আপনার যদি সবসময় ফোনে কথা বলতে হয় তবে রাতে শোয়ার সময় ফোনকে চার্জে বসিয়ে শুয়ে পড়ুন। তবে অবশ্যই সুইচ অফ করে। আমাদের ফোনে অনেক অ্যাপ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডেও কাজ করে।এগুলো চার্জ সম্পূর্ণ করতে দেরি করায়।
রোদে ফোন রাখবেন না :
ফোনকে কখনোই রোদে রাখবেন না। দীর্ঘক্ষণ রোদে রাখার জন্য ফোনের বডি গরম হয়ে যায়।এরফলে দুর্ঘটনা ঘটতে পারে।
Gps অ্যাপ থেকে ফোন গরম হয় :
আপনার ফোনে যে সব অ্যাপ জিপিএস ব্যবহার করে সেগুলোকে ব্যবহারের পর জিপিএস বন্ধ করে রাখুন। কারণ জিপিএস ন্যাভিগেশন ফোনকে গরম হতে সাহায্য করে।