অনেকে স্বল্প দামের স্মার্টফোন ‘ঝুঁকি’ থাকে বেশি, এমনটাই বলছেন গবেষকরা। গবেষণা প্রতিষ্ঠান ক্রিপ্টোওয়্যারের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, সস্তা ফোনে ‘প্রি ইনস্টলড’ থাকে। এমন ১৪০টির বেশি অ্যাপে ‘ক্ষতিকর বাগ’ পাওয়া গেছে। ওই বাগগুলোর সুযোগ নিয়ে সহজেই ম্যালওয়্যার ছড়িয়ে দেয়া সম্ভব।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানড্রয়েড ফোনগুলো সাধারণত ১০০ থেকে ৪০০টি প্রিইনস্টলড অ্যাপসহ আসে। অনেক সময় অ্যাপগুলো বান্ডল আকারেও থাকে। ফলে এইসব বাগ থাকা অ্যাপগুলো দিনদিন শঙ্কার কারণ হয়ে উঠছে। ক্ষতিকর বাগগুলোর সাহায্যে আড়িপাতা এবং অনুমতি ছাড়া নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ফোন মালিকের তথ্য পাঠিয়ে দেয়ার মতো কাজ করা সম্ভব।
বিশ্বের জনপ্রিয় ২৯টি প্রতিষ্ঠানের স্বল্পদামী অ্যানড্রয়েড ফোন নিয়ে গবেষণা করে এসব তথ্য পেয়েছে ক্রিপ্টোওয়্যার। গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যাঞ্জেলোস স্টাভ্রো বলেন, এর সমাধানে ফোন নির্মাতাদের কাছে আরো বিস্তারিত কোড বিশ্লেষণ দাবি করতে পারে গুগল।
সাম্প্রতিক ওই গবেষণাটির অর্থায়নে ছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। গবেষণা চালানো নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বল্প পরিচিত একাধিক প্রতিষ্ঠানের পাশাপাশি সনির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও রয়েছে।