নতুন আইপ্যাড প্রো’র পেছনে যোগ করা হতে পারে ‘৩ডি-সেন্সিং’ ক্যামেরা, এমনটাই ধারণা করছেন এক শীর্ষ অ্যাপল বিশ্লেষক। আইপ্যাডটি বাজারে আসতে পারে আগামী বছরের প্রথমার্ধে।
বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান টিএফ ইন্টারান্যশনাল সিকিউরিটিজের এক গবেষণা নথিতে মিং-চি কুয়ো বলেন, আইপ্যাড প্রো মডেলের পেছনের ক্যামেরায় থাকবে ৩ডি-সেন্সিং প্রযুক্তি।
কুয়োর বরাত দিয়ে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, নতুন আইপ্যাডে ব্যবহার করা হতে পারে ‘টাইম-অফ-ফ্লাইট’ সেন্সর যা সময় গণনা করে একটি ঘরে কোন বস্তুর উপর আলোর প্রতিক্রিয়া হিসেব করে বস্তুটির ত্রিমাত্রিক চিত্র তৈরী করতে পারে।
এ ছাড়াও কুয়ো তার নোটে সাশ্রয়ী আইফোন এসই২ উন্মোচনের কথারও পূণরাবৃত্তি করেছেন। তার হিসেবে এই ডিভাইসটিও আসবে সামনের বছরের প্রথমার্ধে। আইফোন এসই২ মডেলের মাদারবোর্ডে ব্যবহার করা হবে ১০ স্তরের ‘সাবস্ট্রেট-লাইক’ পিসিবি (এসএলপি)। একই প্রযু্কি্ত ব্যবহার করা হয়েছে আইফোন ১১-এ। কুয়ো আশা করছেন, আইফোন এসই২ ডিভাইসটি দেখতে অনেকটাই আইফোন ৮ এর মতো হবে।