টেক জগতে শাওমি এখনো এক যুগ পার করেনি শাওমি। ২০১০ সালের মাঝামাঝিতে যাত্রা করে চীনা টেলিকম কোম্পানি শাওমি। মাত্র ৯ বছরে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছে কোম্পানিটি।
শাওমিকে বলা হয় চীনের অ্যাপল। চীনের বাইরেও এই ফোন যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। শাওমি ভারতের এক নাম্বার ব্র্যান্ডে পরিণত হয়েছে এবং লো ও মিড বাজেট সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন শাওমি। শুরুতে স্মার্টফোন তৈরি করলেও জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে স্মার্টওয়াচ, ল্যাপটপ, মোবাইল অ্যাপ, টেলিকম অ্যাকসেসরিজ তৈরিসহ নানা খাতে ব্যবসা বাড়িয়েছে শাওমি।
২০১৫ সালে শাওমির সম্মিলিত রাজস্ব আয় ছিল ৬ হাজার ৬৮১ কোটি ইউয়ান (চীনা মুদ্রা)। এ সময় বৈশ্বিক স্মার্টফোন বাজারে শাওমির হিসাব ছিল ৪ দশমিক ৯ শতাংশ। পরের বছর তা কমে দাঁড়ায় ৩ দশমিক ৬ শতাংশে। যদিও এ সময় শাওমির রাজস্ব আয় ছিল ৬ হাজার ৮৪৩ কোটি ইউয়ান।
২০১৭ সালে শাওমির রাজস্ব আয় আরো বেড়ে ১১ হাজার ৪৬২ কোটি ইউয়ানে উন্নীত হয়। এ সময় কোম্পানিটির বৈশ্বিক বাজার হিস্যা বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ৩ শতাংশে। গত বছর শাওমির রাজস্ব আয় আরো বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯০ কোটি ইউয়ানে। বাজার হিস্যা দাঁড়িয়েছে ৮ দশমিক ৭ শতাংশে।
এদিকে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বৈশ্বিক স্মার্টফোন বাজারে শাওমির হিস্যা ছিল ৮ শতাংশ। এ সময় চীনা কোম্পানিটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭০ কোটি ইউয়ানে। বছরের বাকি ছয় মাসে শাওমির সম্মিলিত রাজস্ব আয় আগের বছরের পরিমাণকে ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।