ল্যাপটপ থেকে ডিস্ক রম বা ইউএসবি ফেলে দেয়ার মতো সাহস করেছে অ্যাপল। এবার মোবাইল ফোন থেকে চার্জিং পোর্ট ফেলে দেয়ার চিন্তা করছে মার্কিন প্রতিষ্ঠানটি।
অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানান, ২০২১ সালের হাই-অ্যাণ্ড আইফোন মডেল থেকে বাদ দেয়া হতে পারে লাইটনিং কানেক্টর। ওয়্যারলেস চার্জিংয়ের ওপর নির্ভর করবে ডিভাইসটির চার্জিং ব্যবস্থা। লাইটনিং কেবল বাতিল এবং অন্যান্য আপডেটের কারণে হাই-এন্ড আইফোনগুলোর বিক্রি ও দাম বাড়াবে।
আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দেয়ার কথা কয়েক বছর ধরেই চলছে। ২০১৭ সালে কুয়ো ধারণা করেছিলেন লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি ব্যবহার করতে পারে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ইতোমধ্যেই স্মার্টফোন খাতে বিস্তৃত পরিসরে ব্যবহার হচ্ছে ইউএসবি টাইপ-সি কানেক্টর।
এরই মধ্যে বেশ কয়েকটি পণ্যে ইউএসবি-সি কানেক্টর যোগ করেছে অ্যাপর। নতুন আইফোনে আনা হয়েছে ফাস্ট চার্জিং সমর্থন; যাতে ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।