বিশ্বব্যাপী স্মার্টফোন, ল্যাপটপের ব্যবহার যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে ইয়ারফোন, ইয়ারপডসহ নানা ধরনের শ্রবণ যন্ত্রের ব্যবহার। আগে তারযুক্ত ইয়ারফোনের চাহিদা বেশি ছিল। বর্তমানে ওয়্যারলেস বা তারবিহীন ডিভাইসের চাহিদা বেড়েছে। বাড়তে শুরু করেছে এসব যন্ত্রের বাজারের আকারও। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী বছর নাগাদ বিশ্ববাপী তারবিহীন শ্রবণ যন্ত্রের বাজারে ৯০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
টেক খাতের বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর শেষে বিশ্বব্যাপী ১২ কোটি ইউনিট তারবিহীন শ্রবণ যন্ত্র বিক্রি হতে পারে। ২০২০ সালে তারবিহীন শ্রবণ যন্ত্রের বেচাকেনা আরো বেড়ে দাঁড়াতে পারে ২৩ কোটি ইউনিটে, যা চলতি বছরের তুলনায় ৯০ শতাংশ বেশি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বিশ্বব্যাপী তারবিহীন শ্রবণ যন্ত্রের বেচাকেনা বাড়তে পারে ১১ কোটি ইউনিট।
আগামী বছর নাগাদ তারবিহীন শ্রবণ যন্ত্রের বাজারে অ্যাপল আধিপত্য ধরে রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় বেচাকেনা হওয়া তারবিহীন শ্রবণ যন্ত্রের ৫০ শতাংশের বেশি অ্যাপলের ডিভাইস। আগামী অক্টোবরে অ্যাপল বাজারে আনবে এয়ারপডস প্রো। ডিভাইসটি তারবিহীন শ্রবণ যন্ত্রের বাজারে বিদ্যমান প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরো একধাপ এগিয়ে দেবে।