চলতি মাসের ১১ তারিখে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের আসর। এখন থেকে মাইজিপি অ্যাপে খেলার ম্যাচগুলো দেখা যাবে।
স্পোর্টস প্লাটফর্ম প্রোভাইডার লাইভ মিডিয়া লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেড মাইজিপিতে বঙ্গবন্ধু বিপিএল খেলা লাইভ দেখানোর জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এ কারণে অ্যাপটিতে বিপিএলের সব অ্যাপডেট পাওয়া যাবে।
এবারের বিপিএলে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ৪২ ম্যাচ শেষে নির্ধারিত হবে শেষ ৪ দল যারা লড়াই করবে ৪ ম্যাচের প্লেঅফ রাউন্ডে। এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল। এসব খেলাই দেখা যাবে মাইজিপি অ্যাপে।
জিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাইজিপি অ্যাপ ব্যবহারকারীরা তাদের অ্যাপটি আপডেট করলেই বিপিএলের লাইভ আপডেটের অপশনটি পাবেন এবং বিপিএল দিয়ে শুরু হওয়া এই কার্যক্রম সারা বছর অব্যাহত থাকবে।