স্যাটেলাইট ব্যবসায় নামছে অ্যাপল!প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের একটি গোপন টিম স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে। আগামীতে সরাসরি ডিভাইসে বিম ইন্টারনেট সেবা দিতে পারে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এই কাজের সাথে জড়িতদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
ইতিমধ্যে অ্যাপলেল প্রায় এক ডজন প্রকৌশলী অ্যারোস্পেস, স্যাটেলাইট এবং এন্টেনা ডিজাইন নিয়ে কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে তাদের কাজের ফলাফল দেখানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যদিও তাদেরকে এ বিষয়ে বাইরে আলোচনা না করার জন্য অ্যাপল থেকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রকল্পটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এটি বন্ধ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি স্যাটেলাইটের ব্যবহার হবে কিনা সেটিও নিশ্চিত করা হয়নি।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন। এটিকে কোম্পানির অগ্রাধিকার ভিত্তিতেও পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন তিনি