বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আগামী ২ এবং ৩ জানুয়ারি ‘অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২০’ আয়োজন করতে যাচ্ছে। কম্পিউটার প্রোগ্রামিং এর প্রবর্তক অ্যাডা লাভলেস এর নামে আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে।
তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন নারী শিক্ষার্থীদের সংযুক্ত করা হবে এই আয়োজনে। এতে অংশ নেবেন সারা দেশের প্রায় পাঁচ শতাধিক নারী শিক্ষার্থী। তাদের উৎসাহ দিতে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তিতে প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্ব।
দুই দিনব্যাপী এ উৎসবে থাকছে প্রোগ্রামিং প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা, চাকরি মেলা, সেমিনার, কর্মশালা ইত্যাদি। আয়োজনের মূল উৎসব ২ জানুয়ারি শুরু হলেও ঢাকার বাইরে থেকে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং পোস্টার প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীরা যোগ দেবেন ১ জানুয়ারি সকালেই। তাদের জন্য থাকছে একটি রেসিডেন্সিয়াল ক্যাম্প।
প্রোগ্রামিং ও পোস্টার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া চাকরি মেলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), উইডেভস, ক্রিয়েটিভ আইটি, দোহাটেক, ডি.নেট, স্কাইলার্ক সফট লিমিটেড, অন্যরকম গ্রুপ, ওয়ার্কস্টেশন ১০১, ইন্ট্রারেক্টিভ আর্টইফেক্ট, বিটেকনোলজি সহ আরো অনেক স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোতে সিভি জমা দেয়ার সুযোগ থাকবে। গবেষণায় ক্যারিয়ার গড়তে কী লাগবে, অনার্সের শেষে বিদেশে পড়তে যেতে কি করতে হবে, নিজের একটি প্রতিষ্ঠান কিভাবে তৈরি করা যাবে এ সকল বিষয় নিয়ে থাকবে সেশন এবং সেমিনার। থাকবে মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোসেসিং বিষয়ক কর্মশালা।
সেমিনার, ওয়ার্কশপ, অনলাইন সেশনে উপস্থিত থাকবেন- যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফাহমিদা নিলুফার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার তানজিলা ফারাহ, মার্কস অ্যান্ড স্পেন্সার (বাংলাদেশ এবং মায়ানমার) এর কান্ট্রি হেড স্বপ্না ভৌমিক, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট এর পিএইচডি স্টুডেন্ট ইন কম্পিউটার সায়েন্স তামান্না মোতাহার, ইউনিভার্সিটি অব রচেষ্টার এর পিএইচডি স্টুডেন্ট মোহাম্মদ রাফায়েত আলি, ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সেউতি সবুর প্রমুখ। এছাড়াও তথ্যপ্রযুক্তিতে অবদান রেখেছেন এমন ১০ জন নারী ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হবে এ উৎসবে।
উৎসবের বিস্তারিত জানা যাবে http://alc.bdosn.org সাইটে। থাকছে উৎসবের ভেন্যুতে রেজিস্ট্রেশনের সুযোগ। এই আয়োজনের সাথে রয়েছে- ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি), ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, হার স্টোরি, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ওয়ালেটমিক্স, প্রোগ্রামিং প্ল্যাটফর্ম টফ ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান।