বন্ধুদের পাঠানো ভিডিও বড় করে দেখার সুযোগ দিতে ‘ভিডিও জুম’ ফিচার চালু করছে গুগল ফটোজ।
ফিচারটি কাজে লাগিয়ে ভিডিওর স্ক্রিনের ছবি বড় করে দেখার সুযোগ মিলবে। ফলে দূর থেকে ক্যামেরায় ধারণ করা ভিডিওগুলো স্বাচ্ছন্দ্যে দেখা যাবে।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও গোপনে ফিচারটি চালুর জন্য কাজ শুরু করেছে গুগলের ছবি ও ভিডিও বিনিময়ের অনলাইন স্টোরেজ সেবাটি। বিষয়টি প্রথমে নজরে আনেন এক্সডিএ ডেভেলপাররা। তাঁদের দাবি, গুগল ফটোজের ৪.৩৩ সংস্করণে নতুন একটি ফিচারের সন্ধান মিলেছে, যার সাহায্যে যেকোনো ভিডিও জুম করে দেখা সম্ভব।
সূত্র : ইন্টারনেট