দেশে এতোদিন আনঅফিসিয়ালি ফোন বিক্রি করলেও এবার অফিসিয়ালি কার্যক্রম পরিচালনা করতে আসছে রিয়েলমি।
খুব শীঘ্রই বাংলাদেশে তাদের কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে রিয়েলমি ।
চীনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড অপোর সাব-ব্র্যান্ড হিসেবে রিয়েলমির যাত্রা হয়। গত বছরের ৪ মে থেকে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে ব্যবসা করছে রিয়েলমি। অপো থেকে পৃথক হয়ে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে কার্যক্রম শুরুর পর রিয়েলমির উত্থান স্মার্টফোন বাজারে সাড়া ফেলেছে। বিশ্বের কয়েকটি ক্রমবর্ধমান বাজারে ১০০ থেকে ৩০০ ডলার মূল্যের স্মার্টফোন সরবরাহ করে অন্য ব্র্যান্ডগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে রিয়েলমি।
২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির ডিভাইস সরবরাহ এক কোটি ইউনিটে পৌঁছেছে। রিয়েলমি সি২, রিয়েলমি ৩আই ও রিয়েলমি ৫-এর মতো প্রতিষ্ঠানটির আরো কয়েকটি ডিভাইস একাধিক বাজারে সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তকমা দখলে নিয়েছে।
শাওমির মতো শুরু থেকে অনলাইনে ডিভাইস বিক্রির কার্যক্রমে গুরুত্ব দিয়ে আসছে রিয়েলমি। ব্র্যান্ডটি তাদের সবচেয়ে বড় বাজার ভারতে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ডিভাইস বিক্রিতে শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে।
রিয়েলমি সরাসরি বাংলাদেশে আসলে ফোনের দাম কমার পাশাপাশি ওয়ারেন্টি সাপোর্ট সহজ হবে।