বিগত ২ বছর ধরে ভারতে মোবাইল হ্যাকিংয়ের ঘটনা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এবার ২০২০তে এই সংখ্যা আরো বেশি বৃদ্ধি পাবে বলে আজ একটি রিপোর্টে জানান অ্যাকাউন্টিং এবং কনসাল্টিং ফার্ম গ্র্যান্ট থর্নটন এর সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার অক্ষয় গার্কেল।
এই রিপোর্টে জানা গেছে, ডেটা ব্রিচের ঘটনা ২০১৮ র থেকে ২০১৯ এ বৃদ্ধি পেয়েছে প্রায় ৫৪% যা ২০২০ তে আরো বৃদ্ধি পেতে চলেছে। এই ধরনের হ্যাকিং এর মধ্যে মূলত রয়েছে মোবাইলের মালওয়্যার এবং ব্যাংকিং ট্রোজান।
এছাড়াও ৫জি ইন্টারনেট এবং ইন্টারনেট অফ থিংস চালিত ডিভাইসগুলি আসার কারণে সাইবার হ্যাকিংয়ের ঘটনা আরও বৃদ্ধি পাবে বলে রিপোর্টে জানানো হয়েছে।
তবে আপনাকে জানিয়ে রাখি ডেটা অ্যানালিটিক্সদের মতামত অনুযায়ী, ভারতে ৯৫% সাইবার অ্যাটাক হয় মূলত মানুষের ভুলের জন্যই।
তাই তারা আপনাদের জানিয়েছেন যে, স্মার্ট ফোন ব্যবহার করার সময় আপনাদের কে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।