এখন থেকে সরকারি সকল ভাতা, বৃত্তি ও সাহায্য নগদে প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুশাসন জারি করেছেন বলে জানিয়েছেন নগদের মুখপাত্র সোলাইমান সুখন।
রোববার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আজকে নগদ-এর জন্য এবং বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন। মাননীয় প্রধানমন্ত্রী আজ অনুশাসন জারি করেছেন বাংলাদেশ সরকারের যত ভাতা, বৃত্তি এবং সরকারি সাহায্য, সব প্রদান করা হবে “নগদ”-এর মাধ্যমে।
তিনি আরও লিখেন, এই অনুশাসনটি কার্যকর হওয়ার পর থেকে আর কোনো প্রবীণ মুক্তিযোদ্ধাকে, দুঃস্থ নারীকে, কোমলমতি শিক্ষার্থীকে, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার শিকার কোনো বাংলাদেশিকে তার প্রাপ্য ভাতার জন্য রোদ-ঝড় মাথায় নিয়ে মাইলের পর মাইল রাস্তা পার হয়ে টাকা তুলতে যেতে হবে না। নগদ-এর মাধ্যমে নিমিষেই তার ডিজিটাল অ্যাকাউন্টে চলে আসবে ভাতা।
সরকারি উদ্যোগে বাংলাদেশ ডাক বিভাগ চালু করেছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। অধিকতর নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রেখে মানুষকে আরও বেশি লেনদেনের স্বাধীনতা প্রদানের লক্ষ্য নিয়ে অনানুষ্ঠানিকভাবে এই সেবাটি ১ অক্টোবর, ২০১৮ সারে শুরু হয়।