বিদায়ী বছরে বিশ্বজুড়ে কাঙ্ক্ষিত সাফল্য করতে পারেনি অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোন। বিশেষত বাণিজ্যযুদ্ধের জের ধরে চীনের বাজারে আইফোন ব্যবসায় বড় ধরনের ধস দেখা গেছে। এর প্রভাব দেখা গেছে অ্যাপল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের বার্ষিক আয়ে। আইফোন বিক্রিতে ভাটার কারণে গত বছর কোম্পানির পক্ষ থেকে টিম কুকের জন্য বরাদ্দ আর্থিক বোনাসে ভাটার টান লেগেছে।
এক প্রতিবেদনে অ্যাপল জানিয়েছে, ২০১৯ সালে কোম্পানির পক্ষ থেকে বেতন-ভাতা ও আনুষঙ্গিক বোনাস মিলিয়ে সিইও টিম কুক ১ কোটি ১৬ লাখ ডলার পকেটে ভরেছেন। ২০১৮ সালে তিনি বেতনভাতা বাবদ ১ কোটি ৫৭ লাখ ডলার আয় করেছিলেন।
কোম্পানির আর্থিক লাভের ওপর একটি নির্দিষ্ট অংশ বোনাস পান টিম কুক। ২০১৪ সালে কোম্পানির পক্ষ থেকে তিনি সব মিলিয়ে ৬৭ লাখ ডলার বোনাস পেয়েছিলেন। উত্থান-পতনের ধারাবাহিকতায় ২০১৮ সালে তার বোনাসের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ কোটি ২০ লাখ ডলারে। এটাই টিম কুকের ক্যারিয়ারে পাওয়া সবচেয়ে বেশি বোনাস।
ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় বিদায়ী বছরে টিম কুকের বোনাস কমে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে টিম কুক সব মিলিয়ে ৭৭ লাখ ডলার বোনাস পেয়েছেন। সে হিসাবে এক বছরের ব্যবধানে তার বোনাসের পরিমাণ কমেছে ৪৩ লাখ ডলার।
বিদায়ী বছরে টিম কুক অ্যাপলের কাছ থেকে বেতন বাবদ ৩০ লাখ ডলার পেয়েছেন। অর্থাত্, এ সময় তিনি বেতনের তুলনায় অতিরিক্ত ৪৭ লাখ ডলার বোনাস হিসেবে পেয়েছেন।
সূত্র: ব্লুমবার্গ ও এএফপি