ডিজিটাল বাংলাদেশ মেলা’ ২০২০ সর্ম্পকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এইবারের ডিজিটাল বাংলাদেশ মেলার আয়োজন হবে সব থেকে সেরা । আমি এইটুকু আশ্বাস দিতে পারি এই মেলায় আমরা যা দেখাবো দেশের মানুষ তা এখন পর্যন্ত দেখেনি । ডিজিটাল বাংলাদেশ মেলা’ ২০২০ এ আমি সকলকে স্বাগত জানায় আসার জন্য দেখার জন্য জানার জন্য ।
দেশে আগামী ১৬-১৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ ২০২০। তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠেয় এই মেলায় সভাপতিত্ব করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রালয়, বিটিআরসির পাশাপাশি মেলার মূল আয়োজকের দায়িত্বে আছে দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। মেলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে যাচ্ছে এমন সব সরকারী-বেসরকারী, দেশী-বিদেশি প্রতিষ্ঠানসমুহ, আইএসপিএবি, বিটিসিএল, সাবমেরিন প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি সহ সবাই অংশগ্রহন করতে যাচ্ছে।
‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০’ এর আয়োজক কমিটির সদস্য এবং আইএসপিএবি’র মহাসচিব ইমদাদুল হক বলেন, ইন্টারনেট সেবায় বাংলাদেশের অগ্রগতি ও নতুন নতুন প্রযুক্তি, অফার, সেবা ও বিভিন্ন ডিজিটাল উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি মেলা প্রাঙ্গনে দেশীয় প্রযুক্তি বিশারদের সমন্বয়ে ও সহযোগী সংগঠনগুলোর নেতৃস্থানীয়দের নিয়ে ১৪টি সেমিনার আয়োজন করা হচ্ছে।
ইমদাদুল হক আরো বলেন, মেলায় ওয়ালটন, স্যামসাং সহ সকল মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও টেলিকম অপারেটরদের অংশগ্রহনের জন্য প্রস্তাব করেছি। আশা করছি সবাই সতস্পুর্ত ভাবে অংশ নিবে।
ডিজিটাল বাংলাদেশ মেলায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রালয়, বিটিআরসি’র সাথে হুয়াওয়ে ও জেডটিই পৃষ্ঠপোষকতা করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির এই সদস্য।
মেলায় যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহন করতে আগ্রহী তারা আইএসপিএবি’র http://ispab.org/ অফিসে যোগাযোগ করতে পারেন। ডিজিটাল বাংলাদেশ মেলার ওয়েবসাইট আগামী সপ্তাহে সবার জন্য উন্মুক্ত করা হবে।