ব্যবহারকারীদের অনলাইন আর্থিক লেনদেনের তথ্য গোপনে চুরি করছে ক্রোম ব্রাউজারের ‘শিটকয়েন’ এক্সটেনশন। ব্যবহারকারীরা আর্থিক লেনদেনবিষয়ক ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং ক্রিপ্টোকারেন্সি পোর্টালে প্রবেশ করলেই জাভাস্ক্রিপ্ট কোডের সাহায্যে সাইটগুলোর লগইন পাসওয়ার্ড ও ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা চাবি সংগ্রহ করে এক্সটেনশনটি।
বিষয়টি প্রথম শনাক্ত করেন মাইক্রিপ্টো ফোরামের নিরাপত্তা বিভাগের পরিচালক হ্যারি ডিজনি। অনলাইনে নিরাপদে থাকতে ক্ষতিকর এক্সটেনশনটি মুছে ফেলার অনুরোধ জানিয়েছেন তিনি।
সূত্র : ইন্টারনেট