বাসা কিংবা অফিস—ল্যাপটপ এখন মানুষের নিত্যসঙ্গী। ব্যক্তিগত ও দাপ্তরিক কাজ সম্পাদন, গান শোনা, সিনেমা দেখা, তথ্য ও ছবি সংরক্ষণসহ নানা কারণে প্রতিনিয়ত ল্যাপটপ ব্যবহার করতে হয়। যদিও স্মার্টফোনের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ল্যাপটপের ব্যবহার অনেকটা সীমিত করেছে। এর পরও প্রযুক্তি পণ্যটির আবেদন কমেনি। বিশেষত, দাপ্তরিক কাজে এখনো ল্যাপটপের জায়গা নিতে পারেনি স্মার্টফোন। অনেক ব্যবহারকারী ল্যাপটপের নতুন সংস্করণের জন্য মুখিয়ে থাকেন। প্রতিনিয়ত আপডেট রাখতে চান নিজেদের ডিভাইস। কিছু ল্যাপটপ রয়েছে, যেগুলো ২০২০ সালজুড়ে টেক জগতে থাকবে আলোচনার কেন্দ্রে। সর্বাধুনিক প্রযুক্তির এমন কিছু ল্যাপটপ নিয়ে ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব—
ম্যাকবুক প্রো (১৬ ইঞ্চি)
অ্যাপলের এ ফ্ল্যাগশিপ পণ্য বছরজুড়ে আগ্রহের কেন্দ্রে থাকবে ১৬ ইঞ্চি ডিসপ্লের জন্য। এতে রয়েছে ইন্টেল কোর আই৯ প্রসেসর। গত বছর বাজারে আসা ম্যাকবুক প্রোতে আরো রয়েছে ৩২ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ। প্রয়োজন হলে ম্যাকবুক প্রোর র্যাম ৬৪ গিগাবাইট ও মেমোরি ৮ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। একবার চার্জ পূর্ণ করে ল্যাপটপটি ১১ ঘণ্টা টানা ব্যবহার করা যাবে। ম্যাকবুক প্রোর ম্যাজিক কিবোর্ড ব্যবহারকারীদের মনোযোগ কেড়েছে। ডিভাইসটির দাম ২ হাজার ৫৪৯ ডলার।
এসার অ্যাস্পায়ার ৫
ইন্টেল কোর আই৩ প্রসেসরের এ ল্যাপটপের র্যাম ৪ গিগাবাইট, মেমোরি ১২৮ গিগাবাইট। ডিসপ্লের আকার ১৫ দশমিক ৬ ইঞ্চি। রয়েছে ইন্টেল ইউএইচডি গ্রাফিকস ৬২০। ওজন মাত্র ৩ দশমিক ৮ পাউন্ড। উজ্জ্বল ডিসপ্লে, দীর্ঘসময় ধরে ব্যাটারির সক্ষমতা, উন্নত গ্রাফিকস চিপসহ বিভিন্ন কারণে চলতি বছরজুড়ে ল্যাপটপটি ক্রেতাদের মনোযোগ কাড়বে। অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে একেকটি এসার অ্যাম্পায়ার ৫ ল্যাপটপের দাম ৩৭৯ ডলার ৯৯ সেন্ট।
ডেল এক্সপিএস ১৩
বাজারে এসেছে ডেল এক্সপিএস ১৩ ল্যাপটপের নতুন সংস্করণ। ডিভাইসটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ডলার। তবে সংস্করণ অনুযায়ী ডিভাইসটি ক্রয়ে আরো বেশি মূল্য পরিশোধ করতে হবে। এন্ট্রি-লেভেলের এক্সপিএস ১৩ ল্যাপটপে ইন্টেল কোর-আই৩ ১০০৫জি১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ রয়েছে। ধারণা করা হচ্ছে, এক্সপিএস ১৩ ল্যাপটপের চলতি বছরের সবচেয়ে উন্নত সংস্করণটির জন্য ক্রেতাদের ভিত্তিমূল্যের চেয়ে কমপক্ষে ২০০ ডলার বেশি গুনতে হবে। ডেল এক্সপিএস ১৩ (২০২০) দেখতে আকর্ষণীয় আল্ট্রা-বুক ডিভাইস হওয়ায় ক্রেতারা বেশ পছন্দ করেছেন।