যখন স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি ফোল্ডের দাম দুই হাজার ডলার নির্ধারণ করে তখন অনেকেই সন্দেহ করেছিলো ডিভাইসটি কতোটা বিক্রি হবে। ডিভাইসটি ভালোই বিক্রি হতে শুরু করে, তবে স্যামসাং কখনো সেটি বিক্রির তথ্য প্রকাশ করেনি।
এবার চলমান সিইএসে সেই তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডিজে কোহ জানিয়েছেন ডিভাইসটি ৪ থেকে ৫ লাখ পরিমান বিক্রি হয়েছে।
সংখ্যাটা বেশি না হলেও ফোল্ড নিশ ক্যাটাগরিতে অনেক এগিয়ে আছে ডিভাইসটি। আর এই ডিভাইসের সফলতার ধারাবাহিকতায় পরের মডেলটি আগামী ১১ ফেব্রুয়ারি উন্মোচিত হবে বলে ধারণা করা যাচ্ছে।