অদৃশ্য ক্যামেরা নিয়ে আলোচনা আসলেও ওয়ানপ্লাসের কনসেপ্ট ফোনটি এই মুহূর্তে বাজারে আসছে না।সিইএস ২০২০ ইভেন্টে ওয়ানপ্লাস কনসেপ্ট ওয়ান ফোনটি আনে চীনা কোম্পানিটি।
এনডিটিভি জানায়, অনেক দিন ধরে টিজার প্রকাশ করার পর ফোনটিকে সামনে আনে ওয়ানপ্লাস। জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ম্যাক ল্যারেনের সঙ্গে যৌথভাবে ফোনটি তৈরি করা হয়।
ফোনটিতে একটি ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেল ব্যবহার হয়েছে। একেবারেই স্বচ্ছ হয়ে যেতে পারে এই কাঁচ। ছবি তোলা শেষ হলে কাঁচের স্বচ্ছতা কমে গিয়ে ঢাকা পড়ে যাবে ক্যামেরা । ওয়ানপ্লাস জানাচ্ছে, এই কাঁচ স্বচ্ছ হতে ০.৭ সেকেন্ড সময় লাগবে।
ম্যাক ল্যারেন ৭২০এস স্পাইডার স্পোর্টস কারের থেকে অনুপ্রাণিত হয়ে কনসেপ্ট ফোনটির ডিজাইন করে ওয়ানপ্লাস। ফোনের পিছনে সরু গ্লাস প্যানেল ছাড়াও থাকছে চামড়ার ফিনিশ। এই ফোনে ম্যাক ল্যারেনের সিগনেচার ‘পাপায়া অরেঞ্জ’ রঙের চামড়া ব্যবহার হয়েছে।
ফোনটির ক্যামেরার উপরে বিশেষ ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেল ব্যবহার হয়েছে। কোম্পানিটি জানায়, এই মুহূর্তে এটা সবথেকে উন্নত প্রযুক্তির কাঁচ। কোম্পানির দামে এই কাঁচের স্বচ্ছতা পরিবর্তন হতে প্রায় কোন শক্তি খরচ হবে না।
যদিও ফোনটির কোনো স্পেসিফিকেশন সামনে আনেনি কোম্পানি। ফলে নতুন এই কনসেপ্ট ফোন লঞ্চের কোন নিশ্চয়তা নেই। ফোনটি কখন বাজারে ছাড়া হবে বা আদৌ ছাড়া হবে কী না সে ব্যাপারে কিছুই জানায়নি ওয়ানপ্লাস।
এর আগেও ফোনের পিছনে বিভিন্ন মেটিরিয়াল দিয়ে ফোন তৈরি করে প্রযুক্তি কোম্পানিটি। ফোনের পিছনে বাম্বু, উড, কেভলার, ফ্রস্টেড গ্লাস ফিনিশ দেখা গিয়েছে। কনসেপ্ট ওয়ানের পেছনে শুধু ক্যামেরার যায়গায় কাঁচ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে বাকি জায়গায় চামড়া ব্যবহার হয়েছে।