ভাঁজ করা যায় এমন ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে ইনটেল। ওএলইডি ডিসপ্লেতে ডিভাইসটি ১৭.৩ ইঞ্চির বিশাল ট্যাবলেট হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমনি ১২ ইঞ্চি ল্যাপটপের পুরোটাই স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে।
দুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস২০২০-এ ফোল্ডএবল পর্দার থিংকপ্যাড এক্স১ ফোল্ড ল্যাপটপ উন্মোচন করে লেনোভোও।
সিনেট জানিয়েছে, ইনটেলের ল্যাপটপটি হবে টাইগার লেক প্রসেসরের।
ইনটেল বিবৃতিতে বলেছে, ‘স্ক্রিন যেমনই হোক না কেন, এটি দারুণ। কিবোর্ডের মতো লিখেও আরাম পাওয়া যাবে।’
দুই পর্দার এই ল্যাপটপ ঠিক কবে বাজারে পাওয়া যাবে তা এখনো নিশ্চিত করেনি ইনটেল। ধারণা করা হচ্ছে বছরের শেষ দিকে আসতে পারে।
অন্যদিকে লেনোভো যে ল্যাপটপ আনছে সেটি ভাঁজ খোলা অবস্থায় সাধারণ ট্যাবলেটের মতোই ব্যবহার করা যাবে। যখন এটি ল্যাপটপের মতো ব্যবহারের দরকার হবে, এটি ভাঁজ করে ওপরের অংশ পর্দা এবং নিচের অংশ ডিজিটাল কিবোর্ড হিসেবে ব্যবহার করা যাবে। গ্রাহক চাইলে এতে ম্যাগনেটিক কিবোর্ডও ব্যবহার করতে পারবেন।
নতুন এই ল্যাপটপে পাশাপাশি দুইটি অ্যাপও চালাতে পারবেন গ্রাহক। ফলে এক পাশে প্রেজেন্টেশন এবং অন্য পাশের ভিডিও চ্যাটের মতো সুবিধা নেওয়া যাবে।
লেনোভোর পক্ষ থেকে বলা হয়, এলজি’র তৈরি প্লাস্টিক ওলেড পর্দা ব্যবহার করা হয়েছে থিংকপ্যাড এক্স১ ফোল্ড। ফলে এটি যথেষ্ট মজবুত এবং সহজে ক্ষতিগ্রস্ত হবে না।
স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড স্মার্টফোনের ক্ষেত্রে দেখা গেছে সুচালো উপাদানগুলো খুব সহজেই পর্দার ক্ষতি করছে। কিন্তু এ ক্ষেত্রে বেশ আত্মবিশ্বাসী লেনোভো। প্রতিষ্ঠানটি জানায়, অঙ্কন এবং পর্দায় নোট টুকে রাখার জন্য এতে অ্যাকটিভ পেন স্টাইলাসও ব্যবহার করা যাবে।