২০১৯ সালে স্যামসাংয়ের ফোল্ডেবল গ্যালাক্সি ফোল্ড স্মার্টফোন বিক্রি চার লাখ ইউনিট ছাড়িয়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির মোবাইল ব্যবসা বিভাগের প্রধান ডিজে কোহ এমন দাবি করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
অন্যদিকে স্যামসাংয়ের তথ্যপ্রযুক্তি ও মোবাইল কমিউনিকেশনস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোহ ডং-জিন আগের প্রতিবেদনের কথা স্বীকার করে বলেন, গত ডিসেম্বরে স্যামসাং নির্বাহী শোন ইয়ং-কউন ১০ লাখ গ্যালাক্সি ফোল্ড স্মার্টফোন বিক্রির তথ্য দিয়েছিলেন। তিনি আসলে ডিভাইসটি বিক্রির প্রাথমিক লক্ষ্যমাত্রা এবং বিক্রি হওয়া ইউনিটের সংখ্যা গুলিয়ে ফেলেছিলেন।