সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট জম্মু এবং কাশ্মীর সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারনেট পরিষেবা সারা রাজ্যে চালু করার নির্দেশ দিয়েছে। এই আদেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ইন্টারনেট ব্যবহারের অধিকার ভারতীয় সংবিধানের আর্টিকেল ১৯(১) অনুযায়ী একটি মৌলিক অধিকার। রায়ে জানানো হয়েছে, সাধারণ মানুষের মোবাইল সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য কর্মক্ষেত্রেও অতি শীঘ্রই ইন্টারনেট পরিষেবা চালু করতে হবে।
রায় ঘোষণাকালে বিচারক রামানা জানিয়েছেন,” ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে কিন্তু ১৪৪ ধারা জারি হলেও ইন্টারনেট পরিষেবা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করার অধিকার কখনোই কোন রাজ্য সরকারের নেই।”
কংগ্রেসের নেতা গুলাম নবী আজাদ সহ বেশ কয়েকজন নেতার আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট আজ এই রায় জানিয়েছে। এই আবেদনপত্রে পূর্ব জম্মু এবং কাশ্মীরে আর্টিকেল ৩৭০ রদ হবার পরবর্তীতে আনা সীমাবদ্ধতা গুলিকে খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছিল।