৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় বাজারে এলো হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনারের নতুন ফোন অনার নাইন এক্স। ২০১৯ সালের জুলাই মাসে এই ফোনটি সর্বপ্রথম চীনের বাজারে আসে। এবার এটি আন্তর্জাতিক বাজারে অবমুক্ত করা হলো। ভারতের বাজারেও এটি পাওয়া যাচ্ছে। চীনের বাজারে ডিভাইসটির দাম ১৩৯৯ চাইনিজ ইয়েন। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাচ্ছে।
এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ১৬ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য অনার নাইন এক্স ফোনে থাকছে ফোরজি এলটিই, ওয়াইফাই ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট। সঙ্গে আছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। নিরাপত্তার জন্য ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।