অফিস মিটিং আরো বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক ও স্মার্ট করার উপযোগী ১৮০ ডিগ্রি ভিডিও কনফারেন্সিং ডিভাইস জাবরা প্যানাকাস্ট। ফোরকে ভিডিও কনফারেন্সিং সলিউশনটি দেশের বাজারে নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টেকরিপাবলিক।
জাবরা প্যানাকাস্ট সব ধরনের ভিডিও ও অডিও কনফারেন্সিং মডিউলের সঙ্গে কাজ করে এবং মাইক্রোসফট টিমস ও জুমের সঙ্গে ব্যবহার উপযোগী। জুম টেকনোলজির মাধ্যমে জাবরা প্যানাকাস্ট বৈঠকে নতুন কারো উপস্থিতি শনাক্ত করতে পারে।
বিদ্যমান ভিডিও কনফারেন্স ক্যামেরা ১২০ ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দিতে পারে। অন্যদিকে ট্রিপল ১৩ মেগাপিক্সেল ক্যামেরার সমন্বয়ে তৈরি জাবরা প্যানাকাস্ট ১৮০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউয়ের পাশাপাশি প্যানারোমিক ফোরকে ভিডিও সরবরাহ করতে সক্ষম। ইনস্টলেশন ছাড়াও জাবরা প্যানাকাস্টে দুই বছরের রিপ্লেসমেন্ট সেবা দিচ্ছে পরিবেশক প্রতিষ্ঠান টেকরিপাবলিক।