জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে নিয়োগ পেলেন মাদরাসা পড়ুয়া নাদিমুল আবরার। গত ১০ জানুয়ারি (শুক্রবার) পোল্যান্ডে অবস্থিত গুগলের ওয়ারশ অফিসে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন তিনি।
আবরারের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। দাখিল পর্যন্ত পড়াশোনা করেছেন ফেনীর ঐতিহ্যবাহী মাদরাসা আল-জামিয়াতুল ফালাহিয়াতে। এইচএসসি পাস করেন কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর ভর্তি হন দেশসেরা প্রতিষ্ঠান বুয়েটে।
বুয়েট থেকে গত বছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে স্নাতক পাস করেন। পাস করার পরপরই গুগল থেকে চাকরির অফার দেওয়া হয়। এরপর তিনি সেখানে যোগদান করেন। তার চাচা অধ্যাপক ড. এনাম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আবরারের বাবা আব্দুল কাদের কুমিল্লা বোর্ডের পরিচালক। সে সুবাদে তার পরিবার কুমিল্লায় থাকলেও আবরার ফেনীতে থেকেই পড়াশোনা করেছেন মাদরাসায়।