ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেলফোনে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট রেফ্রিজারেটর প্রদর্শন করছে ওয়ালটল। মেলায় ৯৯ হাজার ৯১০ টাকা দামের এ রেফ্রিজারেটরের বিনা মূল্যে প্রাক-ক্রয়াদেশকারীদের ১০ হাজার টাকা মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাক-ক্রয়াদেশকারী গ্রাহকদের আগামী এপ্রিলে কাঙ্ক্ষিত পণ্য সরবরাহ করবে ওয়ালটন।
ওয়ালটন রেফ্রিজারেটর বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ জানান, ওয়াই-ফাই মডিউলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে স্মার্ট রেফ্রিজারেটর নিয়ন্ত্রণ করা যাবে। এর বিশেষ ফিচারের মধ্যে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), এলইডি ডিসপ্লে, রেফ্রিজারেটরের ভেতরে বিশেষ ক্যামেরা, অ্যাডভান্স টেম্পারেচার কন্ট্রোল, ইন্টেলিজেন্ট ইনভার্টার কম্প্রেসর, টুইন কুলিং, ডোর ওপেনিং অ্যালার্ম, আয়োনাইজার, হিউম্যান ডিটেক্টর, অটো ডিফ্রস্ট, স্পেশাল আইস মেকিং জোন, ময়েশ্চার কন্ট্রোল জোন, নন-ফ্রস্ট, ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তি।
স্মার্ট রেফ্রিজারেটরের পাশাপাশি বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে দেড় শতাধিক মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজার এবং বেভারেজ কুলার মিলছে। মেলা থেকে যেকোনো মডেলের রেফ্রিজারেটর কিনলে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৫-এর আওতায় ‘উইন্টার ফেস্টিভ্যাল’-এ রয়েছে ২০০ শতাংশ ক্যাশব্যাক ভাউচার পাওয়ার সুযোগ।