বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২০’ আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্মেলনটি গুগলের মাউন্টেইন ভিউ প্রধান কার্যালয়ের পাশেরই শোর লাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে।
টুইট বার্তায় গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বার্ষিক ডেভেলপার সম্মেলনের তারিখ ঘোষণা করেন। প্রতি বছরের মতোই এবার সম্মেলনে নতুন অনেক পণ্য উন্মোচন করার পূর্বাভাস দিয়েছেন তিনি।
চলতি বছর গুগল আই/ও’তে অ্যান্ড্রয়েড ১১-এর পাশাপাশি পিক্সেল ৪এ স্মার্টফোনের ঘোষণা দেবে গুগল। গত বছর গুগল আই/ও’-তে পিক্সেল ৩এ ও পিক্সেল ৩এ এক্সএল ফোনের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। পিক্সেল ৪এ ডিভাইসটির কনফিগারেশন গত বছর বাজারে আসা পিক্সেল ৩এ ফোনের মতো হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গুগল।
গুগল আই/ও নিয়ে ডেভেলপারদের মধ্যে প্রতি বছর বাড়তি উন্মাদনা দেখা যায়। এবারের আয়োজনে গুগলের কী চমক থাকছে, তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে ডেভেলপার ও গ্রাহকদের হতাশ করবে না গুগল কর্তৃপক্ষ, তার পূর্বাভাস দিয়েছেন সুন্দর পিচাই।