শহর থেকে গ্রাম, ট্রাফিক জ্যাম এড়িয়ে গন্তব্যে পৌঁছতে সবার প্রথম পছন্দ গুগল ম্যাপস। গ্রাহকের শেয়ার করা তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় গুগল-এর জনপ্রিয় নেভিগেশন সার্ভিস। এবার গুগল এর নিজের নিয়ম ব্যবহার করেই গুগল ম্যাপসকে বোকা বানিয়ে ‘নকল’ ট্রাফিক জ্যাম তৈরি করলেন এক ব্যক্তি।
সাইমন ওয়েকার্ট নামের বার্লিনের এক শিল্পী সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে সাইমনকে হাতে টানা একটি ছোট কার্টের ভিতর একাধিক স্মার্টফোন নিয়ে ফাঁকা রাস্তায় হেঁটে যেতে দেখা গিয়েছে। বার্লিনে গুগল অফিসের সামনে থেকেও হেঁটে গিয়েছে সাইমন।
সাইমনের কার্টের মধ্যে ছিল ৯৯ টা স্মার্টফোন। আর এই স্মার্টফোন ব্যবহার করেই ফাঁকা রাস্তা থাকা স্বত্বেও গুগল ম্যাপকে ট্রাফিক জ্যাম তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। আসলে গ্রাহকের নেভিগেশন তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় গুগল ম্যাপস। আর সেই পদ্ধতির ফাঁক পেয়েই এই কাজ করেছেন জার্মান শিল্পী।
যদিও ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাননি ওয়েকার্ট। যদিও এই ভিডিও সত্যি হয় তবে শীঘ্রই এই ফাঁক পূরণ করার কাজ শুরু করতে পারে গুগল। না হলে ৯৯ টা স্মার্টফোন ব্যাগে ভরে অনেকেই নিজের শহরে ‘নকল’ ট্রাফিক জ্যাম তৈরির চেষ্টা করবেন।