স্মার্টফোন বাজারের খবরে সনির পারফরমেন্স সাধারণত অন্ধকারাচ্ছন্ন থাকে। বিগত কয়েক বছরে সনি যেমনটি থাকার কথা তেমনটি নেই এবং এর বিক্রির পরিমানও অনিয়ন্ত্রিত।
মঙ্গলবার কোম্পানিটি তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পেশ করেছে। তবে আয়ের পরিমান যতোটা খারাপ মনে করা হয়েছিলো ততোটা নয়। খবর জিএসএম এরিনা।
তৃতীয় প্রান্তিকে সনি ১৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে, যা আগের প্রান্তিকের তুলনায় দ্বিগুন। দ্বিতীয় প্রান্তিকে সনির স্মার্টফোন বিক্রির পরিমান ছিলো ৬ লাখ ইউনিট।
যদিও স্মার্টফোন বিক্রিতে ভালো করলেও বিনোদন বিভাগের ইমেজিং সেন্সর ও কনটেন্টের বিক্রির পরিমান কমে যাওয়ায় প্রান্তিকভেদে লভ্যাংশের পরিমান ২০ শতাংশ কমেছে সনির। গত বছরের শেষ তিন মাসে সনির লাভের পরিমান প্রায় ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা ২০১৮ সালে তৃতীয় প্রান্তিকের ৩.৪৬ বিলিয়নের থেকে অনেক কম।