আজ বৃহম্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে ১৬তম বেসিস সফটএক্সপো। নানা প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগে দেশের অবস্থান তুলে ধরা হবে এবারের এ আয়োজনে। গুরুত্ব পাবে ডিজিটাল নিরাপত্তার বিষয়টুকু। বিশেষজ্ঞরা বলছেন, এবারের আয়োজনে পথ নির্দেশনা থাকবে আগামীর বাংলাদেশের।
উদ্ভাবনের মাধ্যমে জীবনযাপনের রূপান্তর-এই প্রতিপাদ্যে ৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে শুরু হচ্ছে ১৬তম বেসিস সফটএক্সপো। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি, বিগডেটাসহ নানা প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগে দেশের অবস্থান তুলে ধরা হবে এবারের এ আয়োজনে।
তবে কতদূর এগিয়েছে বাংলাদেশ? আইসিটি বিভাগের তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরে ১০০ কোটি মার্কিন ডলারের তথ্যপ্রযুক্তিসেবা রফতানি হয়েছে। দেশের বাজার দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকার। যার প্রায় ৫০ শতাংশ দেশীয় প্রতিষ্ঠানগুলোর দখলে।
বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, এ বছরের মধ্যেই যদি আর কয়েকটি হাইটেক পার্ক তৈরি করা যায় তাহলে বিদেশী কোম্পানিসহ অনেক বড় বড় কোম্পানি এদেশে বিনিয়োগে আগ্রহী হবে। এতে করে রফতানির পরিমাণও অনেক বৃদ্ধি পাবে বলে মনে করেন বেসিসের সভাপতি।