দক্ষিণ কোরিয়ার সিউলের একটি রেস্টুরেন্টের টেবিলে খাবার সরবরাহের জন্য রোবট নামিয়েছে এলজি ইলেকট্রনিকস।
বাধা এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের কাছে খাবারের ট্রে পৌঁছে দিতে পারে ‘ক্লয় সার্ভবট’ নামের এই রোবট। একসঙ্গে চারটি খাবারের ট্রে বহন করতে সক্ষম এই রোবট– খবর আইএএনএস-এর।
গ্রাহকের খাওয়া শেষ হলে রোবটটি পুনরায় খালি ট্রেগুলো জোগাড় করে তা রান্নাঘরে পৌঁছে দেয় বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত গরম খাবার বহনে বা যখন মানুষকে খুব ভারী ট্রে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে কার্যকর হতে পারে রোবটগুলো।
নুডল ফ্র্যাঞ্চাইজ সিজে ফুডভিলের চিলজেমুনসো রেস্টুরেন্টে কাজ লাগানো হয়েছে রোবটটির প্রথম ইউনিট।
এর আগে নভেম্বরে সিজে’র আরেকটি বুফে চেইনে নুডল প্রস্তুতকারী একটি রোবটের ব্যবহার শুরু করেছে এলজি।
এ ছাড়াও আইসিউতে শিশুদের যত্নে সহায়তা করতে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে সেবাদানকারী রোবট এনেছে প্রতিষ্ঠানটি।