রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জনপ্রিয় প্রদর্শনী ১৬তম বেসিস সফটএক্সপো ২০২০। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এই মেলা চলবে রবিবার পর্যন্ত।
মেলায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সেবা ও পণ্য তুলে ধরছে, মেলায় আসা দর্শনার্থীদের কাছে।
দেশের গ্লোবাল প্রোজেক্ট ম্যানেজমেন্টে এবং ই-ল্যার্নিং সলিউশন সরবরাহকারী প্রতিষ্ঠান পিএমঅ্যাস্পায়ার মেলায় আসা দর্শনার্থীদের সফটওয়্যার টেস্ট করার সুযোগ দিচ্ছে।
তাদের রয়েছে, এআই প্রজেক্ট ম্যানেজমেন্ট, ই-ল্যার্নিং সফটওয়্যার, এক্সাম সিমুলেটর এর মত জনপ্রিয় সব সফটওয়্যার।
পিএমঅ্যাস্পায়ার এর ডিরেক্টর, পিএম কনসালটিং এন্ড সফটওয়্যার ডিভিশন মাহাবুব উদ্দিন ডিজিবাংলাকে বলেন, মেলায় তাদের এক্সপেরিয়েন্স জোনে এসে সবাই পিএমঅ্যাস্পায়ারের তৈরি করা সফটওয়্যারগুলাের কার্যক্রম নিজে পরখ করে দেখতে পারবে।